ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে সংবর্ধনা দিলেন প্রবাসীরা

প্রকাশিত: ১১:৪৪, ৯ এপ্রিল ২০১৯

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে সংবর্ধনা দিলেন প্রবাসীরা

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে দেশটিতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেনকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। তিনদিনের সফরে রবিবার নিউইয়র্কে অবতরণের পরই প্রবাসীদের শুভেচ্ছা পান তিনি, জন এফ কেনেডি বিমানবন্দরেও প্রবাসীদের সমাগম ঘটে। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বেলোজিনো পার্টি হলে সংবর্ধনা সমাবেশের আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা’। সমাবেশে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মনসুর এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও ‘চট্টগ্রাম সমিতির’ সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটনের সঞ্চালনায় শুরুতে পররাষ্ট্রমন্ত্রীকে ক্রেস্ট দেয় সেক্টর কমান্ডার্স ফোরাম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। তাই প্রবাসীদের আরও বেশি বিনিয়োগ করতে হবে। এজন্য সুযোগ-সুবিধারও সম্প্রসারণ ঘটানো হয়েছে।’ বর্তমান সরকারকে ‘প্রবাসীবান্ধব’ সরকার উল্লেখ করে মোমেন বলেন, ‘৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রবাসীদের আরও বেশি দেশমুখী করতে বর্তমান সরকার অঙ্গিকারাবদ্ধ। তাদের অভিজ্ঞতাকেও সরকার কাজে লাগাতে চায়।
×