ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ১১:৪৩, ৯ এপ্রিল ২০১৯

ফরিদপুরের ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ফরিদপুরের সদরপুর উপজেলার ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দেয়া সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছে আদালত। একইসঙ্গে জামুকার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। এদিকে সকল শহরে অগ্নিকা- প্রতিরোধে এবং শহরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকা, অননুমোদিত স্থাপনা বা ভবন, গুদাম, শিল্প কারখানার বিষয়ে একটি পরিকল্পিত ও যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে অবৈধভাবে রাজধানীর গুলশান-২’র আবাসিক এলাকায় কানাডিয়ান ট্রিলিয়াম স্কুল প্রতিষ্ঠা করায় রাজউকের নোটিস অনুযায়ী তা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সকল শহরে অগ্নিকা- প্রতিরোধে এবং শহরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকা, অননুমোদিত স্থাপনা বা ভবন, গুদাম, শিল্প কারখানার বিষয়ে একটি পরিকল্পিত ও যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জারি করা অপর রুলে কারখানাসহ ঝুঁকিপূর্ণ স্থানে অগ্নিকা-ে মানুষের প্রাণহানির ঘটনা প্রতিরোধে বিদ্যমান সব আইন, নীতিমালা কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়নে বিবাদীদের প্রতি কেন নির্দেশনা দেয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকা-ে হতাহতের ঘটনায় সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার করা সম্পূরক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী এ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট সাগুফতা তাবাসসুম আহমেদ। ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত ॥ ফরিদপুরের সদরপুর উপজেলার ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দেয়া সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে জামুকার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। কানাডিয়ান ট্রিলিয়াম স্কুল সরানোর নির্দেশ ॥ অবৈধভাবে রাজধানীর গুলশান-২’র আবাসিক এলাকায় কানাডিয়ান ট্রিলিয়াম স্কুল প্রতিষ্ঠা করায় রাজউকের নোটিস অনুযায়ী তা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মাহবুবুর রহমানকে দুদকের নোটিসে তলবের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হতেই হবে। সেই সঙ্গে রাজউকের নোটিস অনুযায়ী স্কুল ভবনটিও স্থানান্তর করতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক।
×