ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম ডায়াবেটিস মেলা শুরু ১১ এপ্রিল

প্রকাশিত: ১১:২৪, ৯ এপ্রিল ২০১৯

দেশে প্রথম ডায়াবেটিস মেলা শুরু ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ ডায়াবেটিক রোগীদের যত্ন, রোগ নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন জীবন যাপন সম্পর্কে হাতে কলমে শিক্ষাদান করা হবে ডায়াবেটিস মেলায়। শুধু তাই নয়, মেলায় ডায়াবেটিস পণ্য পাওয়া যাবে সুলভ মূল্যে। অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে ডায়াবেটিসজনিত কিডনি রোগ, চোখের রোগ, হার্টের রোগ, স্নায়ুরোগ, মানসিক দিক, পুষ্টি ও শারীরিক ব্যায়াম ইত্যাদি বিষয়সমূহ জানতে পারবেন মেলায় অংশগ্রহণকারীরা। আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়াবেটিস মেলার। এই মেলার আয়োজন করছে বেসরকারী সংগঠন কংগ্রেসিয়া নামের একটি প্রতিষ্ঠান। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। এতে মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডায়াবেটিস মেলা আয়োজন কমিটির প্রধান সমন্বয়ক ডাঃ ফজলে রাব্বি খান। তিনি এই মেলার আয়োজন সম্পর্কে বলেন, মেলায় ডায়াবেটিসের যত্ন ও নিয়ন্ত্রণ সম্পর্কে হাতে কলমে শিক্ষাদান এবং সুলভে ডায়াবেটিসের পণ্য ও সেবা একসঙ্গে প্রদানের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়া সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ডায়াবেটিক রোগীর যোগাযোগ স্থাপন এবং জনসাধারণকে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। ১৩ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণের জন্য কোন প্রবেশমূল্য লাগবে না। তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ডায়াবেটিসে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের অন্যান্য সদস্য, চিকিৎসক পুষ্টিবিদসহ ডায়াবেটিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকরা বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ডায়াবেটিস মেলা হবে উৎসবমুখর এবং শিক্ষামূলক। প্রথাগত শিক্ষার পরিবর্তে উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে ডায়াবেটিসের সব খুঁটিনাটি বিষয় মেলায় অংশগ্রহণকারীরা জানতে পারবেন। এতে দেশের খ্যতিমান বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। তিনদিনে মোট ১৪ সেশনে ২৫ বিষয়ের ওপর ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি আলোচনায় অংশ নেয়া এবং রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সংবাদ সম্মেলনে দেশে ডায়াবেটিসের ঝুঁকির ভয়াবহতা উল্লেখ করে আয়োজকরা জানান, দেশে আজ ডায়াবেটিস রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। সব বয়সী মানুষ আজ এই রোগে আক্রান্ত। প্রতি বছর দ্বিগুণ হারে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে সারাবিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান নবম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি। বছরে এই সংখ্যা বাড়ছে ১ লাখ করে। তারা বলেন, কেবল সচেতনতার অভাবেই দেশে বিপুলসংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫ কোটিতে। অপরিকল্পিত নগরায়ণে জীবন যাপন পদ্ধতি খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের কারণে ডায়াবেটিস আজ মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী ঠেকাতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। কংগ্রেসিয়া আয়োজিত ডায়াবেটিস মেলাও এই ধরনের একটি উদ্যোগ।
×