ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চকবাজারে আগুন

ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে রিমান্ডে

প্রকাশিত: ১১:২৩, ৯ এপ্রিল ২০১৯

ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মোঃ হাসান ও সোহেল ওরফে শহীদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন। গত ৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম আসামিদের দশদিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানির এক পর্যায়ে বিচারক রাজেশ চৌধুরী বলেন, ‘ওই দিন ওই ঘটনার ৩০ মিনিট আগে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। ঘটনাটি ২০/৩০ মিনিট আগে হলে আমিও মারা যেতাম। আর সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন রিপোর্টও হয়েছে। যারা ভবন মালিক তাদের সচেতনতা নেই। তারা না ভেবে অনেক মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন’। এরপর বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ এপ্রিল এই দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠান। রিমান্ড আবেদনে বলা হয়, ‘আগুনের ঘটনাস্থল ৬৪ নম্বর নন্দকুমার দত্ত রোড হাজী ওয়াহেদ ম্যানশনের নাম ঠিকানাসহ চুক্তির কপি সংগ্রহ করা এখনও সম্ভব হয় নাই। এছাড়া এই আগুনে সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন এই সুযোগকে কাজে লাগিয়ে অন্তর্ঘাত বা স্যাবোটাসমূলক কোন ঘটনা ঘটাইয়া বিপুল সংখ্যক লোকের প্রাণহানিসহ সম্পদের ক্ষয়-ক্ষতি করিয়াছে কিনা এবং বর্তমান সরকারকে কোন প্রকার অপ্রতিকূল পরিস্থিতির সম্মুখে ফেলার অপচেষ্টায় লিপ্ত কিনা তা আসামিদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসবে। এছাড়া ওই ভবনের গোডাউন কোন কোন লোকের কাছে ভাড়া দিয়াছে তাহাদের নাম ঠিকানা, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে।’ আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর করে জামিন চেয়ে শুনানিতে বলেন, আগুন লাগায় আসামিরা নিঃস্ব হয়ে গেছে। তাদের জন্ম ওখানে। নিজেদের অস্তিত্বে কেউ আগুন লাগায় না। তাই রিমান্ডের কোন প্রয়োজনীয়তা নেই।
×