ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজাখস্তানের প্রতি সহযোগিতার আহ্বান

প্রকাশিত: ১১:২২, ৯ এপ্রিল ২০১৯

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজাখস্তানের প্রতি সহযোগিতার আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা সঙ্কটের সমাধানে সহযোগিতা করতে কাজাখস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজাখস্তানের ভূমিকা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। কাতারের দোহায় একটি হোটেলে রবিবার সন্ধ্যায় কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান নূরলান নিগমাতুলিন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহ্বান জানান। সংসদের ভূমিকা অসামান্য ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ-সদস্যগণ জনগণের অধিকার সমুন্নত রাখতে সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনয়নে তথা শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকা অসামান্য। সোমবার কাতারের রাজধানী দোহায় শেরাটন কনভেনশন সেন্টারে ১৪০তম আইপিইউতে ‘পার্লামেন্ট এজ প্লাটফরম টু এনহ্যান্স এডুকেশন ফর পিস সিকিউরিটি এ্যান্ড রুল অব ল’ শীর্ষক জেনারেল ডিবেটে বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় ১৪০তম আইপিইউ এ্যাসেম্বলি প্রেসিডেন্ট, আইপিইউ প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের স্পীকার, প্রতিনিধি দলের প্রধান এবং সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
×