ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিকারিকে পশুর শাস্তি

প্রকাশিত: ১১:২১, ৯ এপ্রিল ২০১৯

শিকারিকে পশুর শাস্তি

গন্ডার শিকার করতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ঢুকেছিল পাঁচ চোরাশিকারি। তাদের মধ্যে চারজন ফিরতে পারলেও বন্য প্রাণীর আক্রমণে প্রাণ হারিয়েছেন একজন। গন্ডার শিকার করতে গিয়ে ওই চোরাশিকারিকে পড়তে হয় হাতির আক্রমণের মুখে। হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ যায় তার। পরে তাকে খেয়ে নিজেদের ভোজ সারে একদল সিংহ। ওই চোরাশিকারির সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে জানিয়েছে, হাতির কবলে পড়ে নিহত হয়েছে সে। এই ঘটনা ক্রুগার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে জানায় মৃত চোরাশিকারির পরিবার। এরপর একটি অনুসন্ধান দল নিহত চোরাশিকারির দেহাবশেষ খুঁজতে গিয়ে তার খুলি এবং ট্রাউজার বাদে অন্য কোন কিছু পায়নি। এই ঘটনায় পার্কের ম্যানেজিং এক্সিকিউটিভ গ্লেন ফিলিপস মৃত চোরাশিকারির পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, ‘ক্রুগার ন্যাশনাল পার্কে অবৈধভাবে বা পায়ে হেঁটে প্রবেশ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে অনেক বিপদ ঘটতে পারে এবং এই মৃত্যু সেটাই প্রমাণ করে।’ পার্কের তরফ থেকে বলা হয়, চারজন অভিযুক্ত শিকারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে হাজির করা হবে। আফ্রিকার ২৫ হাজার গন্ডারের মধ্যে শুধু এখানেই রয়েছে ২০ হাজার। বিশ্বের গন্ডারের সংখ্যার প্রায় ৮০ শতাংশ রয়েছে এখানে। -দ্য গার্ডিয়ান
×