ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শেখ আব্দুল আজিজ আর নেই

প্রকাশিত: ১১:২১, ৯ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শেখ আব্দুল আজিজ আর নেই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একমাত্র জীবিত সদস্য প্রাক্তন মন্ত্রী, খুলনা-বাগেরহাটের রাজনীতির কিংবদন্তি পুরুষ শেখ আব্দুল আজিজ আর নেই। তিনি সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার গুলশান-১ এ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। শেখ আব্দুল আজিজের ভাগ্নে প্রাক্তন জেলা ও দায়রা জজ মোঃ বেলায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী শেখ আব্দুল আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে শেখ আব্দুল আজিজের অবদান স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শেখ আব্দুল আজিজ ১৯২৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে জন্ম গ্রহণ করেন। এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছেলে আশিক হাফিজ প্রকৌশলী, চাকরি করেন আমেরিকায়। বড় মেয়ে সিমিন শেখ আমেরিকার ওয়াশিংটনে শিক্ষা অফিসার এবং ছোট মেয়ে নাবিন শেখ মেঘলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত। শেখ আব্দুল আজিজ বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। স্বাধীনতা ঘোষণা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল আজিজ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজোঁ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুর খবরে বাগেরহাটের সর্বশ্রেণীর মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে। উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান, বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, প্রাক্তন এমপি মীর শওকাত আলী বাদশাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
×