ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাশ্মীরীদের বিশেষ অধিকার আইন বাতিলের অঙ্গীকার বিজেপির

প্রকাশিত: ১১:১৬, ৯ এপ্রিল ২০১৯

কাশ্মীরীদের বিশেষ অধিকার আইন বাতিলের অঙ্গীকার বিজেপির

জনকণ্ঠ ডেস্ক ॥ লোকসভা নির্বাচনের তিনদিন আগে অঙ্গীকারবদ্ধ ভারত ও মজবুত ভারত এই থিমের আলোকে ইশতেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি ফের সরকার গঠন করলে এর ভিত্তিতে যে সরকার চলবে, সেটার ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লীতে বিজেপির সদর কার্যালয়ে দলের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয়তাবাদ আমাদের অনুপ্রেরণা, সমাজের দুর্বল অংশের ক্ষমতায়ন আমাদের লক্ষ্য এবং সুশাসন আমাদের মন্ত্র।’ খবর এনডিটিভি ও আনন্দবাজারের। ইশতেহারের থিম ‘সংকল্পিত ভারত-সশক্ত ভারত’। অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ ভারত, মজবুত ভারত। দেশকে আরও শক্তিশালী, আরও উন্নত করার শপথ বা সংকল্পই হলো এই ইশতেহার। জাতীয়তাবাদে রয়েছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৫ প্রকল্পের কথা। এমনকি, স্বাধীনতার শতবর্ষ ১৯৪৭ সালে যে ভারতের স্বপ্ন দেখে ভারতবাসী, ২০২৩ সালের মধ্যেই দেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার প্রসঙ্গও স্থান পেয়েছে ইশতেহারে। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযান এ বারের লোকসভা ভোটের আগে বিজেপির প্রচারের বড় অস্ত্র। ইশতেহারেও তার প্রতিফলন স্পষ্ট। আরেক ‘মন্ত্র’ সুশাসন। তার জন্য সমাজের অপেক্ষাকৃত দুর্বল অংশের ক্ষমতায়ন যেমন রয়েছে, তেমনই উল্লেখ করা হয়েছে দুর্নীতি দমনের। এছাড়া ২০২০ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার। আর ক্ষমতায় এলে আর শুধু গরিব নয়, কোন বাছবিচার না করে সব কৃষকই এই প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি কৃষকদের পেনশন, দিন মজুরদের পেনশন দেয়ার কথাও ঘোষণা করেছেন মোদি। এছাড়া জম্মু ও কাশ্মীর রাজ্যের বাসিন্দাদের বিশেষ অধিকার দেয়া কয়েক দশকের পুরনো একটি আইন বাতিল করার অঙ্গিকার করেছে ভারতের বিজেপি। ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫এ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য ভারতীয়রা এই রাজ্যটিতে সম্পত্তি কিনতে পারে না। বিজেপির ইশতেহারে ১৯৫৪ সালে সংবিধান সংশোধন করে যুক্ত করা ওই ধারাটির বিষয়ে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি আর্টিকেল ৩৫এ রাজ্যটির উন্নয়নের পথে একটি বাধা।’ আগামী বৃহস্পতিবার থেকে ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। এছাড়া ইশতেহারের তৈরির রূপকার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নিজের বক্তব্যে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। আর অর্থমন্ত্রী অরুণ জেটলি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত পাঁচ বছরে সরকারের উন্নয়নের বিষয়টি তুলে ধরেই নিজেদের বক্তব্য রেখেছেন। যেখানে উঠে এসেছে সরকারের সাফল্যের কাহিনী।
×