ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্হস্থ্য অর্থনীতি পড়বে ছেলেরা!

প্রকাশিত: ১১:১০, ৯ এপ্রিল ২০১৯

গার্হস্থ্য অর্থনীতি পড়বে ছেলেরা!

ঘরের কাজ শুধু নারীদের জন্য নয়। পুরুষেরাও ঘরের কাজ করবেন। পরিবারে নারীরাই কেবল কাপড় ইস্ত্রি, রান্না-বান্না, বাসন ধোয়া, ঘর পরিষ্কার ও কাপড় ধোয়ার মতো কাজ করবেন না। যা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এই কাজগুলোকে ‘মেয়েদের কাজ’ বলে ধরে নেয়া হচ্ছে। মজার বিষয় হলো- এই ঘরোয়া কাজগুলোই এখন শেখানো হচ্ছে স্পেনের ‘কলেজিও মনতেকাসতেলো’ কলেজে। সেখানের পাঠ্যসূচীতে গার্হস্থ্য অর্থনীতি বিষয় অন্তর্ভুক্ত করে তাতে ছেলেদের সম্পৃক্ত করা হয়েছে। কোর্সের অংশ হিসেবেই ছেলেরা এসব কাজ শিখতে বাধ্য হচ্ছে বা তাদের শেখানো হচ্ছে। কলেজটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পনতেভেদ্রা প্রদেশের ভিগো শহরে অবস্থিত। আর এই কাজের জন্য কলেজের শিক্ষকদের পাশাপাশি ওই শিক্ষার্থীদের কারও কারও বাবাকেও শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত বছরের অক্টোবরে কলেজে এই উদ্যোগ নেয়ার পর শুরুতে কিছু বাধাও এসেছিল। তবে এখন অনেক অভিভাবকই ঘরের কাজে ছেলেদের দক্ষতা পরিমাপের সুযোগ পেয়ে সমর্থন দিচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক পরিবর্তন এসেছে। লৈঙ্গিক সংবেদনশীল হিসেবে ঘরের কাজে সবার অবদান রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা এবং এসব কাজ শুধু নারী বা পুরুষের নয়-সেই বোধ জাগানোর জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে নেয়া এই উদ্যোগ ইতোমধ্যে সফলতা পাওয়ায় কলেজ কর্তৃপক্ষ কোর্সটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।- দ্য লোকাল ও দ্য অলিভ প্রেস
×