ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় অগ্নিদগ্ধ মা-ছেলের মৃত্যু, সঙ্কটাপন্ন অপর ২

প্রকাশিত: ১১:১০, ৯ এপ্রিল ২০১৯

ফতুল্লায় অগ্নিদগ্ধ মা-ছেলের মৃত্যু, সঙ্কটাপন্ন অপর ২

স্টাফ রিপোর্টার ॥ ফতুল্লার একই পরিবারের অগ্নিদগ্ধ চারজনের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করার মাত্র কয়েক ঘণ্টা পরই মৃত্যু হলো মা ও ছেলের। দগ্ধ অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে নিয়েও উদ্বিগ্ন স্বজনরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। জানা গেছে, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে ১০ বছরের ছেলে সাফওয়ানের মৃত্যু হয়। তার শোক সইতে না সইতে সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ফাতেমা বেগম (৩০)। চিকিৎসকরা জানান, আগুনে ফাতেমা শরীরের ৯৪ শতাংশ পোড়া ছিল। সাফওয়ানের শরীর পুড়েছিল ৯৮ শতাংশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সাফওয়ান স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ফারিয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী। ফাতেমার স্বামী আব্দুর রহিম ঘটনার সময় বাসায় ছিলেন না। তিনি কর্মস্থলে ছিলেন। উল্লেখ্য, বিসমিল্লাহ টুইনটাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। এসময় ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়।
×