ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ সিটি নির্বাচন

মেয়র ৫, কাউন্সিলর ২৫৯ জনের মনোনয়নপত্র পেশ

প্রকাশিত: ১১:০৮, ৯ এপ্রিল ২০১৯

মেয়র ৫, কাউন্সিলর ২৫৯ জনের মনোনয়নপত্র পেশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আগামী ৫ মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ২৫৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। মেয়র পদে মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমদ, স্বতন্ত্র আবু মুসা সরকার, শহীদুল ইসলাম স্বপন ম-ল ও ড. বিশ্বজিৎ ভাদুড়ী। বিএনপি, গণফোরম ও সিপিবি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ১০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম এই নির্বাচনে সাবেক ২১ ও নতুন সম্প্রসারিত বারোটিসহ মোট ৩৩ ওয়ার্ডের ১১৬ ভোট কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজ বিরাজ করছে সিটি জুড়ে। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এই আমেজ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দলের নেতাকর্মী ও সমর্থকসহ স্বজনদের সঙ্গে নিয়ে সোমবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচন কমিশনের স্থানীয় কার্যালয়ে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু তার বড় ভাই চেম্বার নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক শামীম ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ দলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সোমবার সকালে মনোনয়নপত্র দাখিল করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামানের কাছে। এর আগে ও পরে মেয়র ও কাউন্সিলর পদের অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে পুরনো কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে রেকর্ডসংখ্যক নতুনমুখের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হলেও প্রতিটি ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে সোমবার একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয় পার্টি থেকে মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবু মুসা সরকার ও শহীদুল ইসলাম স্বপন ম-ল। গত ২০১৮ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণার পর প্রথম এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও রয়েছে বিশেষ আগ্রহ। নগরীর মৌসুমি জলাবদ্ধতা, অসহনীয় যানজট, ময়লা আবর্জনা ও বেহাল দশার সড়ক সমস্যার সমাধানসহ সন্ত্রাস মাদক দমনে সক্ষম প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। নব্বই দশমিক ১৭ বর্গকিলোমিটার আয়তনের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ১০৯ জন।
×