ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা হবে

প্রকাশিত: ১১:০৫, ৯ এপ্রিল ২০১৯

সচিবালয়ের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা হবে

স্টাফ রিপোর্টার ॥ সচিবালয়ের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বৈঠকে বসবেন সচিব কমিটি। দিনক্ষণ ঠিক না হলেও শীঘ্রই এই বৈঠক হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম ত্রৈমাসিক মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ৩৬টি সিদ্ধান্তের মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। গত ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারের তিন মাসে মন্ত্রিসভার পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে এবং অপর ১২টি বাস্তবায়নাধীন রয়েছে। শফিউল আলম বলেন, ২০১৮ সালের একই সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠকে ৬৩টির মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ওই সময়ে ৬৩টির মধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয় এবং ২০টি বাস্তবায়নাধীন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ। পাশাপাশি, এই সময়ে দুটি নীতিমালা এবং একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে বলে তিনি জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর এই সময়ে তিনটি নীতিমালা, চারটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়। বর্তমান সরকারের প্রথম তিন মাসে সংসদে পাঁচটি বিল পাস হয়। ২০১৮ সালের একই সময়ে পাস হয়েছিল ১৫টি বিল। তিনি বলেন, গত ৪ থেকে ৬ মার্চ শিল্পমন্ত্রীর থাইল্যান্ড সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে শীঘ্রই বৈঠক ডাকা হবে। সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে এক প্রশ্নে শফিউল বলেন, আমরা নিজেরাই এটার বিষয়ে মিটিং ডাকব। পিডব্লিউডি এটার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। পুরনো যেসব ফায়ার এক্সস্টিংগুইশার আছে সেগুলো পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণগুলো পরিবর্তন করা হচ্ছে। এগুলো যার যার মতো করে করছে। কিন্তু আমরা সবার সঙ্গে এটা নিয়ে মিটিং করব খুব তাড়াতাড়ি। তবে এখনও তারিখ ঠিক হয়নি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে ওই সভা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা আমাদের সচিবদের সিদ্ধান্ত, আমরা নিজেরা মিটিং করব। আমরা আলোচনা করেছি বড় পরিসরে সবাইকে নিয়ে বসব, অন্তত এ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যও এটা দরকার। সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে এবং বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক প্রাণহানির পর বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে নড়েচড়ে বসেছে সরকারের বিভিন্ন সংস্থা। তবে সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অগ্নিদুর্ঘটনা নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান সচিব শফিউল। সচিবালয় মসজিদের পাশে টিনশেড বিল্ডিংগুলো ভেঙ্গে সেখানে ২০ তলা একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেখানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা থাকবে।
×