ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রি চক্ষুসেবা

প্রকাশিত: ০৯:৩৯, ৯ এপ্রিল ২০১৯

ফ্রি চক্ষুসেবা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পা-ুল ইউনিয়নে হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বয়স্ক নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ইউকে এইড-এর অর্থায়নে ও সাইটসেভার্সের সহযোগিতায় এ চিকিৎসাসেবার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর। সোমবার দিনব্যাপী উলিপুর উপজেলার পা-ুল ইউনিয়ন পরিষদ হলরুমে চিকিৎসাসেবার উদ্বোধন করেন পা-ুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার। এসময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আরকানুল ইসলাম রিফাত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ হাসিমুল হাসান, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায় এবং পা-ুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান প্রমুখ। বরের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ এপ্রিল ॥ জেলার নিকলীতে বিয়ের আসর থেকে আটকের পর বরকে ১০ দিনের কারাদ- ও কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার জারইতলা সাজনপুর সিংগারপাড় গ্রামের গিয়াস উদ্দিনের কিশোরী কন্যা সুইটি আক্তারের (১৫) সঙ্গে রবিবার একই উপজেলার দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আক্কাছ আলীর ছেলে একিন মিয়ার বিয়ের তারিখ ধার্য ছিল। সে অনুযায়ী ওইদিন সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে যায়। খবর পেয়ে ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার লোকজন নিয়ে বিয়ের আসরে হানা দেন। উল্লেখ্য, বরপক্ষকে দশদিনের কারাদণ্ড এবং কনে পক্ষকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
×