ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৩৮, ৯ এপ্রিল ২০১৯

গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডির নিহতের ঘটনায় সাবেক এমপি, সহকারী পুলিশ সুপার ও চিকিৎসকসহ ১৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক পার্থ ভদ্রের কাছে সাঁওতাল সম্প্রদায়ের নিহত অবিদীয় মার্ডির ভাই স্যামসান মার্ডি অভিযোগটি দায়ের করেন। মামলায় আসামিরা বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহাবুবুর রহমান, থানার তৎকালীন অফিসার ইন চার্জ (তদন্ত) মেহেদী হাসান রাসেলসহ ১৩ জন। ওই সিআর পিটিশনে উল্লেখ করা হয়, অবিদীয় মার্ডির মৃত্যুর ঘটনায় তার স্ত্রী শেফালী সরেনের কাছ থেকে সুকৌশলে স্বাক্ষর নিয়ে সে সময় গোবিন্দগঞ্জ থানায় সড়ক দুর্ঘটনায় নিহত দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা এলাকায় মার্ডির লাশ পাওয়া যায়।
×