ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বাবুর্চি তোতন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৩৭, ৯ এপ্রিল ২০১৯

হবিগঞ্জে বাবুর্চি তোতন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৮ এপ্রিল ॥ আজমিরীগঞ্জের পল্লী জলসুখার শংকরমহল পাড়ার বার্বুচি তোতন মিয়া হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো মোসাহিদ মিয়া, মোহন মিয়া, জিয়াউর রহমান, ওয়াহাব উল্ল্যা, চাঁন মিয়া ও দিলু মিয়া। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ অক্টোবর ওই উপজেলাধীন খাগদাহির জলমহালে বাবুর্চির কাজ নেন তোতন মিয়া (৬৫)। পরদিন সকালে জলমহালের পাশে তোতনের ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত তোতনের স্ত্রী আনোয়ারা বেগম ২০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। নোয়াখালীতে স্বামী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, অতিরিক্ত জেলা ও দায়রাজজ মোহাম্মদ ফারুক সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে ফরহাদুল ইসলামকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ ফ্রেব্রুয়ারি স্বামী ফরহাদুল ইসলাম তার মা, বোন ও দেবরসহ নির্যাতন করে স্ত্রী আমেনা বেগমকে (২৭) হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে ফরহাদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। হাবিপ্রবির সহকারী প্রক্টরের পদত্যাগ দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সহকারী প্রক্টর মাহবুবুর রহমানের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুর ১২টায় হাবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক বরাবরে ছাত্রলীগের প্যাডে একটি স্মারকলিপি প্রদান করা হয়। হাবিপ্রবির ডরমেটরি-২ শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ গোলাম সারওয়ার ফরহাদ জানান, ৭ এপ্রিল রবিবার হাবিপ্রবির ১ ছাত্রের বান্ধবীকে যৌন হয়রানি করার অভিযোগে এক্সটেনশন হল ও শেখ রাসেল হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। কিন্তু সহকারী প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে সাধারণ শিক্ষার্থীকে উস্কে দেয়। লৌহজংয়ে ট্রাকের চাপায় স্কুল ছাত্রী নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আছিয়া ছৈয়াল (১৬) ট্রাক চাপায় নিহত হয়েছে। লৌহজং-নওপাড়া সড়কের নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর ইট বোঝাই ট্রাকের চাপায় ঘটনা স্থলেই নিহত হয় সে। আছিয়া উপজেলার নওপাড়া গ্রামের আলমঙ্গীর ছৈয়ালের মেয়ে।
×