ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে তিন মৎস্যজীবীর দণ্ড

প্রকাশিত: ০৯:৩৬, ৯ এপ্রিল ২০১৯

লৌহজংয়ে তিন মৎস্যজীবীর দণ্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের পদ্মায় জাটকা ধরার অপরাধে ৩ মৎস্যজীবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত মৎস্যজীবীরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মধু মাদবরকান্দি গ্রামের শারফিন চৌকিদারের ছেলে নাসির চৌকিদার (৩৪), ভোলা জেলার মনপুরা উপজেলার চরকলাতলী গ্রামের আব্দুর কাশেমের পুত্র আঃ মতিন (১৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নাকুরিয়া গ্রামের ফজলুল হকের পুত্র মোঃ হানিফা (৪০)। মাওয়া কোস্টগার্ড জানায়, সোমবার সকালে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযান চালানো হয় লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার অপরাধে হানিফা, নাসির চৌকিদার ও আব্দুল মতিন নামে ৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মিরকাদিম নৌবন্দর থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত চার কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বি আই ডব্লিউ টিএ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর মিরকাদিম অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক শহিদুল্লাহ জানান, দুদিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২শ’ অবৈধ স্থাপনা আছে। প্রথম দিনে মিরকাদিম বন্দর এলাকায় দুটি ভবনসহ ১০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে।
×