ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালাল আটক

প্রকাশিত: ০৯:৩৪, ৯ এপ্রিল ২০১৯

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালাল আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করেছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। আটক শহিদুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রার অফিসপাড়ার মৃত বাশারত আলীর ছেলে । পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। খুলনার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দু’হাজার টাকা ছাড়া পাসপোর্ট করতে পারেন না বলে তারা জানতে পারেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চলালে ঘটনাস্থলে পৌঁছে দালালদের দৌরাত্ম্যের সত্যতা পায় দুদক। এ সময় শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করেন তারা। তবে, অন্যরা পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। মহানবীকে কটূক্তি ॥ মাওলানা রেজভী আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ এপ্রিল ॥ জেলার কটিয়াদীতে ওয়াজ মাহফিলে মহানবী হযরত মুহম্মদকে (সা.) ‘কটূক্তি’ করার অভিযোগে মাওলানা মোঃ হাবিবুর রহমান রেজভী (৫০) নামে এক বক্তাকে আটক করা হয়েছে। তিনি কটিয়াদী পৌরসভার বেইথর গোয়ালতলা গ্রামের মৃত রবি উল্লাহর ছেলে। পুলিশ জানায়, মাওলানা মোঃ হাবিবুর রহমান রেজভীর ওয়াজের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমান না। নবীকে কেউ মুসলমান বললে ঈমান থাকবে না। নবীজী হলেন স্বয়ং ইসলাম।’ তার ওয়াজের এই বক্তব্য নিয়ে এলাকায় গণরোষের সৃষ্টি হয়। এ রকম পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় কটিয়াদী বাজারের গেঞ্জি মহালে মাওলানা রেজভীকে পেয়ে স্থানীয় মাওলানা ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার বক্তব্যের জন্য চড়াও হয়। এ নিয়ে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাওলানা রেজভীকে আটক করে।
×