ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শান্তিতে বিজয়’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৯:৩২, ৯ এপ্রিল ২০১৯

‘শান্তিতে বিজয়’ শীর্ষক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৮ এপ্রিল ॥ শান্তি প্রতিষ্ঠায় সরকারী সেবাসমূহের মান উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তিতে বিজয়’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেরসকারী সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই কর্মশালার আয়োজন করে। এতে রাজনৈতিক আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের সকল পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ সরকারী সেবাসমূহের তাদের নানাবিধ সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। বেসরকারী সংস্থা আইডিয়ার সিলেট অঞ্চলের সহকারী পরিচালক নাজুম আহমদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট শফিকুল আলম, এ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন, শিক্ষাবিধ বাবু ধুর্জটি কুমার বসু। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ এপ্রিল ॥ বাগাতিপাড়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলা জিমনেসিয়ামে মোট ৯৬ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার ৭শ’ টাকা ও উপবৃত্তির অর্থ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, সদস্য ফরিদা পারভীন, আবদুল্লাহ শাফি প্রমুখ। একই অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীনের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
×