ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে স্কুল ভবন ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩১, ৯ এপ্রিল ২০১৯

লালমনিরহাটে স্কুল ভবন ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৮ এপ্রিল ॥ জেলার আদিতমারী উপজেলায় মহিষখোচা স্কুল এ্যান্ড কলেজের পুরাতন ভবনের ওয়াল ভাঙ্গতে গিয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় ওয়াল চাপা পড়ে মিলন মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মহিষখোচা স্কুল এ্যান্ড কলেজে ১টি চারতলা নতুন ভবন নির্মাণ হবে। এই ভবন নির্মাণের জন্য কলেজ কর্তৃপক্ষ ১টি পুরাতন ভবন ভেঙ্গে ফেলছে। এই পুরাতন ভবনটি স্থানীয় ঠিকাদার রেজাউল ইসলাম রেজা নিলামে কিনে নেয়। ঠিকাদারের শ্রমিকরা ভবনটি ভাঙ্গতে যায়। শ্রমিকরা ওয়াল ভাঙ্গার কাজ করার সময় শ্রমিক মিলন মিয়া ওয়ালের নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কক্সবাজার হাসপাতালে ধর্মঘট প্রত্যাহার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদর হাসপাতালে ৫ দিন ধরে চলমান ধর্মঘট প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা বিএমএর সহযোগিতায় ইন্টার্নি চিকিৎসকদের আন্দোলন স্থগিত করা হলো। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও বিএমএর নেতৃত্বে চিকিৎসকদের বুঝিয়ে কর্মসূচীর স্থগিত করা হয়। রবিবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষু এক রোগীর চিকিৎসাকালীন মৃত্যু বরণে ওই রোগীর স্বজনরা হামলা ও ভাংচুর চালায়। এ সময় ৩ জন চিকিৎসক ও কয়েকজন নার্স আহত হয়। এ ঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যায়। রবিবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর ও তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার সকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে সকল স্তরের মানুষকে চিকিৎসকদের সহযোগিতা করার আহ্বান জানান বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান।
×