ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩১, ৯ এপ্রিল ২০১৯

মনিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে পানিতে ডুবে সোলাইমান হোসেন (৫) ও মোস্তাকিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কুয়াদা মোল্লাডাঙ্গা ও ঝাঁপায় এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান কুয়াদা মোল্লাডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের এবং মোস্তাকিম ঝাঁপা উত্তরপাড়া এলাকার মোশারেফ সরদারের ছেলে। জানা গেছে, সোমবার দুপুর থেকে সোলাইমানকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে তার পরনের লুঙ্গি দেখতে পান স্বজনরা। পরে পুকুরে নেমে শিশুটিকে পাওয়া যায়। অপরদিকে সোমবার সকালে বাড়িতে খেলার একপর্যায়ে নিখোঁজ হয় শিশু মোস্তাকিম। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মা সুমি খাতুন বাড়ির পাশে পুকুরে নেমে ছেলের মৃতদেহ উদ্ধার করেন। তিতাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ এপ্রিল ॥ কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের স্থগিত হয়ে যাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যা ও নির্বাচনী সহিংসতার ৩টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা। জানা যায়, গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তিতাসের আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেনকে বাড়ির অদূরে ভাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে গুলি এবং পরে কুপিয়ে হত্যা করে। পরদিন রাতে নিহতের ছেলে আইনজীবী মোঃ মুক্তার হোসেন নাঈম বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার অধিকতর তদন্ত শেষে পিবিআই সোহেল শিকদারকে প্রধান আসামি করে চার্জশীট দাখিল করার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
×