ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়া বাইপাসে স্পিডব্রেকার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৯:৩১, ৯ এপ্রিল ২০১৯

পটিয়া বাইপাসে স্পিডব্রেকার দাবিতে আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ৮ এপ্রিল ॥ পটিয়া-গিরি চৌধুরী বাজার বাইপাসের ৫টি স্পটে স্পিডব্রেকার দিতে গ্রামবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়েছে। সোমবার সকালে বাইপাসের উপজেলার ভাটিখাইন এলাকায় গ্রামবাসী, শিক্ষার্থীরা মানববন্ধনে এই দাবি জানান। নিরাপদ সড়কের দাবিতে তারা ঝুঁকিপূর্ণ কানেক্টিং রোডগুলোর সঠিক বাস্তবায়ন, কানেক্টিং রোডে আন্ডার পাস, ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্পীডব্রেকার ও সড়ক দুর্ঘটনায় নিহত রহিম উদ্দিনের নামে একটি চত্বর করার দাবি জানান। মানববন্ধনে উপজেলার ভাটিখাইন, কচুয়াই ইউনিয়নের একাংশ ছাড়াও পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবু ছালেহ মোঃ শাহরিয়ার, ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী, পরিবহন শ্রমিক নেতা ইয়াসিন, নেছার উদ্দিন নাছির, আলাউদ্দিন, মোজাফফর আহমেদ, আবু তালেব, জমির, লোকমান, জিল্লুর রহমান, মহিউদ্দিন, আবদুল মাবুদ। চলতি মাসের ২ এপ্রিল বাইপাসের ভাটিখাইন এলাকায় শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচের চাপায় মারা গেছেন প্রবাসী আবদুর রহিম। বাইপাসের বৈলতলী রোডের স্পট, ভাটিখাইন এলাকার স্পট, ফারুকী পাড়া স্পট ও করল এলাকার স্পট খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের আওতায় পটিয়া ইন্দ্রপুল থেকে গিরি চৌধুরী বাজার এলাকা পর্যন্ত দুই দফায় প্রায় ১শ’ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়কের কাজ সম্প্রতি সম্পন্ন করা হয়। এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।
×