ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সড়ক বেহাল ॥ ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশিত: ০৯:২৮, ৯ এপ্রিল ২০১৯

নওগাঁয় সড়ক বেহাল ॥ ঝুঁকি নিয়ে চলাচল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ এপ্রিল ॥ রানীনগর উপজেলার বাঁশবাড়িয়া-তিলাবদুরী যাওয়ার একমাত্র গ্রামীণ রাস্তার মাঝে মাঝে বড় বড় খানাখন্দকে ভরপুর। দেখে মনে হবে- রাস্তা নয়, যেন ছোট ছোট পুকুর। প্রতিনিয়তই যাত্রী সাধারণের ভোগান্তিসহ ঘটছে দুর্ঘটনা। বর্তমান সরকার যেখানে গ্রামে শহরের সুযোগ-সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর সেখানে গ্রামীণ রাস্তার বেহাল দশার দীর্ঘ সময় পরও সংস্কার করার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রানীনগর উপজেলার শেষ আর আত্রাই উপজেলার শুরু এই দুই সীমানার মাঝখানের মাত্র ১কিলোমিটার রাস্তা খানাখন্দকে মরণফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তিলাবদুরী, জামগ্রাম, পোঁওয়াতাপাড়া, তেঘড়িয়া, বাঁশবাড়িয়া, আকনা, ঝিনা ও শাহাগোলাসহ প্রায় ১৫টি গ্রামের মানুষকে প্রতিনিয়তই চলাচল করতে হয়। একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তার অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। শুকনো মৌসুমে কোনমতে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। এ সময় এসব গর্তে হাঁটুপানি জমে থাকে। যার কারণে দিনে কিংবা রাতে চলাচলের সময় গর্তে পড়ে উল্টে পড়তে হয়। দীর্ঘদিন যাবত রাস্তার কোন সংস্কারের কাজ না করায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, রাস্তা সংস্কারের জন্য সকল কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, এই রাস্তার সংস্কারের জন্য উপর মহল বরাবর প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু করা হবে।
×