ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোকেন উইক উৎসব

প্রকাশিত: ০৯:২৩, ৯ এপ্রিল ২০১৯

বোকেন উইক উৎসব

হল্যান্ডে প্রতিবছর ২৮ মার্চ থেকে সপ্তাহব্যাপী বোকেন উইক উৎসব হয়। ডাচ শব্দ বোকেন অর্থ বই। বই পড়ায় উৎসাহ দিতে ১৯৩২ সাল থেকে এই উৎসবটি হয়ে আসছে। এই উৎসবের সময়ে ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। তবে শর্ত হলো হাতে বই থাকতে হবে। শুধু তাই নয়, সাহিত্য উৎসবও হয় একে ঘিরে। ঔপন্যাসিকরা উৎসবকে ঘিরে উপন্যাসও লেখেন। পাঠকরা প্রিয় লেখকের স্বাক্ষরসহ বই উপহার পান -ইন্ডিপেন্ডেন্ট ছুঁয়ে দেখব বলে নাইজিরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে বর্তমানে আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি। শনিবার আইভরি কোস্টে অনুষ্ঠিত এক সাক্ষাতকারে জানিয়েছেন, নিজের এক কোটি মার্কিন ডলার ব্যাংক থেকে তুলে নিয়ে সেগুলো বারবার করে তিনি ছুঁয়ে দেখেছেন। বিশ্বাস করার চেষ্টা করেছেন, সেগুলো তারই। পরেরদিন ভোর হতেই আবার ব্যাংকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন। বললেন, তরুণ বয়সে কোটির অঙ্কগুলো খুব জরুরী মনে হয়। তারপরে সংখ্যার মানেটা ক্রমশ কমতে থাকে – এএফপি
×