ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের প্রাইভেসি কমিশনার

ফেসবুক নৈতিকভাবে দেউলিয়া, জাকারবার্গের মন্তব্য প্রতারণাপূর্ণ

প্রকাশিত: ০৯:২০, ৯ এপ্রিল ২০১৯

ফেসবুক নৈতিকভাবে দেউলিয়া, জাকারবার্গের মন্তব্য প্রতারণাপূর্ণ

ফেসবুককে ‘নৈতিকভাবে দেউলিয়া’ বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর ক্ষতির বিষয়টির দায়িত্ব অস্বীকার করায় বিশাল এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে এ তকমা দেন তিনি। কমিশনার জন এডওয়ার্ডস তার ব্যক্তি টুইটার পেজে ফেসবুককে তুলোধুনো করেন। মসজিদে হামলার ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিমিং করায় প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর চরম ক্ষুব্ধ হন। দুটি হামলায় ৫০ মুসলিম নিহত হন। পরে ওই ভিডিওটি ইন্টারনেটে কয়েক লাখ বার কপি হয় এবং শেয়ার করা হয়। এডওয়ার্ডস লেখেন, ‘ফেসবুককে বিশ্বাস করা যায় না। তারা নৈতিকভাবে দেউলিয়া, যারা গণহত্যা (মিয়ানমার) ত্বরান্বিত করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিদেশীদের কাছে ছোট করে দেখার সুযোগ করে দেয়।’ তিনি লেখেন, ‘তারা (ফেসবুক) আত্মহত্যা, হত্যা, মসজিদে হামলার ভিডিও প্রকাশের লাইভস্ট্রিমিংয়ের অনুমতি দেয়। তারা ‘ইহুদী ঘৃণাকারীদের’ টার্গেট করে বিজ্ঞাপন প্রকাশ ও অন্য ঘৃণামূলক বিষয়বস্তু প্রকাশের অনুমতি দেয়। তারপরেও তারা কোন বিষয়বস্তু বা ক্ষতির বিষয়টির দায়-দায়িত্ব স্বীকার করতে অস্বীকৃতি জানায়।’ এডওয়ার্ডস লেখেন, ‘দে# ডোন্টগিভএজাক।’ পরে তিনি টুইটটি মুছে ফেলেন। যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্ককে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দেয়া সাক্ষাতকারের বিষয়ে জবাব দিচ্ছিলেন। ওই সাক্ষাতকারে লাইভস্ট্রিমিংয়ের ক্ষেত্রে সময়ক্ষেপণসহ ফেসবুকের লাইভ প্রযুক্তিতে কোন ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিতে তিনি ব্যর্থ হন। জাকারবার্গ বলেন, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার লাইভস্ট্রিমিং ‘বাজে কুশীলব’দের কাজ, খারাপ প্রযুক্তির কাজ নয়। তিনি বলেন, সময়ক্ষেপণ করা হলে ব্যবহারকারীদের বার্থডে পার্টি কিংবা দলগত আড্ডার মতো মজার বিষয়গুলোর প্রচারে ব্যাঘাত ঘটবে। পরে সোমবার আরএনজেডের সঙ্গে সাক্ষাতকারে জাকারবার্গের মন্তব্যকে ‘প্রতারণাপূর্ণ’ বলে অভিহিত করেন এডওয়ার্ডস। তিনি বলেন, ফেসবুক কোম্পানি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কতগুলো হত্যা, আত্মহত্যা ও যৌন হামলার ঘটনা ঘটেছে সেসব তার অফিসকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এডওয়ার্ডস আরএনজেডকে বলেন, ‘এটা এমন একটা প্রযুক্তি, যেটা চরম ক্ষতি করতে সক্ষম।’ ক্রাইস্টচার্চে মসজিদে হামলার আগে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ফেসবুকের খুবই ভক্ত ছিলেন।
×