ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

প্রকাশিত: ১২:৩৬, ৮ এপ্রিল ২০১৯

 নওগাঁয় দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁর পোরশা সীমান্তে দুই জন বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকালে তাদের ভারতের কেদারী পাড়া ৬০ বিএসএফ জোয়ানরা তাদের আটক করে। খবর ওয়েবসাইটের। আটককৃতরা হলেন- পোরশা উপজেলার উপজেলা সদরের কপালীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে রতন বাবু (১৮) ও একই উপজেলার বালাশহিদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০)। আটকদের স্বজনরা জানায়, তারা সীমান্তের নোম্যান্স লান্ডে গেলে সেখান থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ । সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাংলাদেশের ১৪ বিজিবি নিতপুর বিওপি ক্যাম্পের পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে আটক দু’ব্যক্তিকে ফেরত আনার জন্য কেদারী পাড়া বিএসএফ জোয়ানদের পত্র পাঠানো হয়। কিন্তু বিএসএফ’ এর পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি বলে নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মাদ আলী জানিয়েছেন। তবে, আটক দুইজনকে ফেরত আনার চেষ্টা চলছে।
×