ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা যুদ্ধাপরাধের শামিল ॥ জাতিসংঘ

প্রকাশিত: ১২:৩৬, ৮ এপ্রিল ২০১৯

 মিয়ানমারে রোহিঙ্গা হত্যা যুদ্ধাপরাধের শামিল ॥ জাতিসংঘ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সেনাবাহিনী আবারও নিজেদের নাগরিকের ওপর হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি রবিবার সাংবাদিকদের এ কথা জানান। খবর ওয়েবসাইটের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গত বুধবার হেলিকপ্টার হামলা চালিয়ে ৬ রোহিঙ্গা কৃষককে হত্যা করে মিয়ানমার সেনারা। দক্ষিণ বুথিডাংয়ের একটি গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। তবে নিহত ৬ রোহিঙ্গা, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। বুধবারের ওই হামলায় নিহতের পাশাপাশি আহত হন আরো ১৮ জন।
×