ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে জোসেফের ইতিহাস

প্রকাশিত: ১১:১৩, ৮ এপ্রিল ২০১৯

 আইপিএলে জোসেফের ইতিহাস

শাকিল আহমেদ মিরাজ ॥ হঠাৎ নায়ক বনে যাওয়া মানুষগুলোর পেছনের গল্পটা যেন একই রকম! এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে আলজারি জোসেফকে কোন দলই নেয়নি। এ্যাডাম মিলনে ইনজুরিতে পড়লে মুম্বাই ইন্ডিয়ান্সে ডাক পান। কিন্তু তারকাখচিত দলটির একাদশে জায়গা কোথায়? লাসিথ মালিঙ্গা না খেলায় সুযোগ পেলেন। জীবনের প্রথম আইপিএল খেলতে নেমে প্রথম বলেই ছিটকে দিলেন ডেভিড ওয়ার্নারের স্টাম্প, প্রথম স্পেলে আরও ২ উইকেট। ১০ বলের দ্বিতীয় স্পেলে ৮ রান দিয়ে ৪ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরশু নতুন ইতিহাসই গড়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তরুণ। ৩.৪ ওভারে ১২ রান দিয়ে শিকার ৬ উইকেটÑ আইপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড এখন জোসেফের। ১৩৬ রানের পুঁজি নিয়েও প্রতিপক্ষকে ৯৬Ñএ গুটিয়ে দিয়ে রোহিত শর্মার মুম্বাই পায় ৪০ রানের জয়। পঞ্চম ওভারে প্রথম জোসেফকে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বলেই উইকেট! অফ স্টাম্পের বাইরের বল প্লেড-অন ওয়ার্নার (১৫)। প্রথম বলে উইকেট পেয়ে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে গেলেন জোসেফ। প্রথম ওভারে মেডেনসহ উইকেটের পর দ্বিতীয় ওভারে তুলে নেন বিজয় শঙ্করকে (৫)। জোসেফ সবচেয়ে বেশি তোপ দেগেছেন ১৬ আর ১৮তম ওভারে। দুটি ওভারেই তুলে নেন দুটি করে উইকেট। ৩.৪ ওভারে ১ মেডেনে ১২ রান দিয়ে ৬ উইকেট, আইপিএলে অভিষেকে তো বটেই, আইপিএল ইতিহাসেই এটিই সেরা বোলিং। ২০০৮ সালে চেন্নাইয়ের বিপক্ষে সোহেল তানভীরের ১৪ রানে ৬ উইকেট ছিল এতদিন আইপিএলে সেরা বোলিং। জোসেফ-আগুনে পুড়ে হায়দরাবাদ নিজেদের সর্বনিম্ন স্কোর ৯৬ রানে অলআউট! রাজিব গান্ধী স্টেডিয়ামে যে বোলিংটা করেছেন, ম্যাচশেষে জোসেফের অনুভূতি, ‘স্বপ্নের শুরু ...।’ নিজেও জানতেন না হায়দরাবাদের বিপক্ষে তিনি খেলছেন। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জোসেফ বলেন, ‘মাঠে এসে জানতে পারি আমি এই ম্যাচে খেলছি। তখনই ঠিক করে রেখেছিলাম বেশি বৈচিত্র্য ব্যবহার করতে যাব না। আমি যা পারি, সেটাই করে যাব। তার ফলও পেলাম। স্বপ্নের অভিষেক হলো আমার। এর থেকে ভাল কিছু হতেই পারে না।’ প্রথম বলেই দুরন্ত ফর্মে থাকা ওয়ার্নারকে ফিরিয়ে দেন জোসেফ। কিন্তু তার পরে সে ভাবে উৎসব করেননি। কেন? ‘প্রথম উইকেট পাওয়ার পরে উচ্ছ্বাস দেখাইনি কারণ আমি ম্যাচে মনোনিবেশ করছিলাম। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা প্রয়োজন ছিল। ভাগ্যিস জিতলাম। এটাই স্বস্তির যে, আমাদের দল ছন্দে ফিরে এসেছে।’ তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক রোহিত, ‘অভিষেক ম্যাচেই জোসেফ বুঝিয়ে দিলো ও কতটা প্রতিভাবান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলে ওর আত্মবিশ্বাস বেড়েছে। অপূর্ব।’ ক্যারিবিয়ন গ্রেট ব্রায়ান লারার টুইট, ‘ওয়েস্ট ইন্ডিজের আরও একটি ছেলে আমাদের গর্বিত করল। অভিনন্দন আলজারি।’ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকর লেখেন, ‘জোসেফের এই অসাধারণ স্পেলের সাক্ষী হতে পারলে ভাল লাগত। আমাদের নতুন সদস্য আলজারিকে অভিনন্দন।’ বিরেন্দর শেবাগের টুইট, ‘আইপিএলের সেরা বোলিং। অভিষেকেই যা করে দেখাল জোসেফ। অভিনন্দন।’ মুগ্ধ তার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল সতীর্থ কার্লোস ব্রেথওয়েটও, ‘আইপিএলের সেরা অভিষেক। চালিয়ে যাও জোসেফ।’
×