ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল

বেঙ্গালুরুর টানা ষষ্ঠ হার

প্রকাশিত: ১১:১১, ৮ এপ্রিল ২০১৯

বেঙ্গালুরুর  টানা ষষ্ঠ হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ কী হাল! বিরাট কোহলির দল যে কিছুতেই হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। এবার দিল্লী ক্যাপিটালসের কাছে হার ৪ উইকেটে। রবিবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে বেঙ্গালুরু। জবাবে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (৫০ বলে ৬৭) দারুণ ব্যাটিংয়ে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লী। পৃথ্বি শ ২৮, কলিন ইনগ্রাম ২২ ও শেষ দিকে ঋষভ পন্ত করেন ১৮ রান। আগের ম্যাচে ২০৫ রান করেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছিল ৫ উইকেটে। টানা ৬ হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোহলির বেঙ্গালুরু এখন কার্যত দ্বিগভ্রান্ত, বেসামাল, দিশেহারা। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দিল্লীর সামনে খুব বড় স্কোর গড়তে পারেনি কোহলি এ্যান্ড কোং। শুরুতেই মাত্র ৯ রান করে বিদায় নেন পার্থিব প্যাটেল। এরপর কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ঝড় ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ১৭ রান করে কাগিসো রাবাদার বলে বিদায় নিতে বাধ্য হন ডি ভিলিয়ার্স। মার্কাস স্টোয়নিস আউট হন ১৫ রান করে। বিরাট কোহলি সর্বোচ্চ ৪১ এবং মঈন আলি করেন ৩২ রান। এই দু’জন কিছুটা দাঁড়াতে না পারলে লজ্জায় পড়তে হতো কোহলির দলকে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। দিল্লীর হয়ে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন ক্রিস মরিস। আইপিএলে একটি মাত্র জয়ের আশায় মাথা কুটে মরছে চ্যালেঞ্জার্স সমর্থকেরা। কিন্তু ‘জয়’ নামক সেই সোনার হরিণটারই দেখা মিলছে না। বিগ বাজেটের টিম তৈরি করে নিশ্চিত এখন হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে ব্যাঙ্গালুরুর মালিক। এদিন টস হেরে ব্যাটিং পাওয়ার পরই যেমন কোহলি বলছিলেন, ‘আমরাও যদি টস জিততাম, তাহলে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম। আগের ম্যাচের কম্পোজারটা দেখাতে পারলেই হবে। যদিও সেটা কাজে লাগেনি, এটাই আসলে টি২০ ক্রিকেট!’
×