ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিরোপা উৎসবের অপেক্ষায় বার্সিলোনা

প্রকাশিত: ১১:১০, ৮ এপ্রিল ২০১৯

 শিরোপা উৎসবের অপেক্ষায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় আরও একবার শিরোপা উৎসবের অপেক্ষায় আছে বার্সিলোনা। ২০১৮-১৯ মৌসুম শেষ হতে এখনও সাতটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু অলৌকিক কিছু না ঘটলে কাতালানদের ট্রফি ধরে রাখা প্রায় নিশ্চিত হয়ে গেছে। শনিবার রাতে বিগ ম্যাচে শিরোপা প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে আসল কাজ সেরে ফেলেছে বার্সা! ড্র হতে যাওয়া ম্যাচের শেষ দিকে দুই মিনিটে লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির জাদুকরী পারফর্মেন্সে জয় পেয়েছে আর্নেস্টো ভালভার্ডের দল। শিরোপার পথে মূলত এই ম্যাচটি বাঁধা ছিল বার্সার! কেননা ম্যাচটিতে এ্যাটলেটিকো জয় পেলে বা ড্র হলে হয়ত শিরোপা লড়াইটা শেষ দিকে যাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু ন্যুক্যাম্পে এ্যাটলেটিকোর হারে বার্সার ট্রফি উৎসব এখন সময়ের বিষয়ে হয়ে গেছে। একই রাতে আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে অতিথি এইবারকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। বর্তমানে ৩১টি করে ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো আর ৬০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান রিয়ালের। ম্যাচের ২৮ মিনিটে রেফারি গিল মানজানোকে অকথ্য ভাষায় গালিগালাজ করার শাস্তি হিসেবে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন এ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কোস্তা। মূলত এতেই দিশেহারা হয়ে পায় সফরকারীরা। বার্সার একের পর আক্রমণে তালগোল পাকিয়ে ফেলা সিমিওনের দলকে একাই রক্ষা করে চলেছিলেন গোলরক্ষক ইয়ান ওবলাক। মেসি-সুয়ারেজদের মুহুমুর্হু আক্রমণ তিনি ফিরিয়ে দেন। কিন্তু শেষ পাঁচ মিনিটে আর শেষ রক্ষা করতে পারেননি। গোলশূন্য প্রথমার্ধের পর ৮৪ মিনিট পর্যন্ত একই ব্যবধান থাকে। কিন্তু ৮৫ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সুয়ারেজ ম্যাচের ডেডলক ভাঙ্গেন। ঠিক পরের মিনিটেই মেসি ব্যবধান দ্বিগুণ করলে বার্সিলোনার জয় নিশ্চিত হয়। এবারের মৌসুমে এই নিয়ে মেসি-সুয়ারেজ জুটি নিজেদের মধ্যে ৫৩টি গোল ভাগ করে নিয়েছেন। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে বার্সা। তার আগে এই জয় দারুণ উজ্জীবিত করবে কাতালানদের। ম্যাচ শেষে দলটির কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, এই তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই জয় নিঃসন্দেহে আমাদের এগিয়ে দিয়েছে। আমরা এখন শুধুমাত্র এক ধাপ নয়, দুই ধাপ সামনে চলে গেছি। চ্যাম্পিয়ন্স লীগে দুর্বার এই বার্সার বিপক্ষেই খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই তো বার্সা-এ্যাটলেটিকো ম্যাচ দেখতে স্পেনে উড়ে আসেন ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের। নিশ্চিতকরেই বলা যায়, মেসি-সুয়ারেজকে আটকানোর ছকই কষতে হবে তাকে। গত সপ্তাহে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেছিলেন, এই ম্যাচে জয়ী হতে পারলেই কেবল শিরোপা দৌড়ে টিকে থাকা সম্ভব। কিন্তু সেট আর হলো না। মূলত কোস্তার লালকার্ডেই সবশেষ হয়ে গেছে। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ এ বিষয়ে বলেন, আমি রেফারিকে জিজ্ঞেস করেছিলাম। তিনি জানিয়েছেন কোস্তা তাকে কিছু বলেছে। অন্য খেলোয়াড়রা অবশ্য বলেছে ঘটনাটি লালকার্ড পাওয়ার মতো তেমন গুরুতর কিছু ছিল না। ম্যাচটিতে আরও একটি গৌরবের রেকর্ডের মালিক হয়েছেন মেসি। দিনকয়েক আগে এস্পানিওলকে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকার কাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এরপর ভিয়ারিয়ালের সঙ্গে দলের ড্রয়ে অপেক্ষা বেড়েছিল। কিন্তু এ্যাটলেটিকোকে হারিয়ে রেকর্ডটা এককভাবে নিজের করে নিয়েছেন খুদে জাদুকর। এখন লা লিগায় মেসির জয় ৩৩৫ ম্যাচে। স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে মেসির চেয়ে বেশি জয় নেই অন্য কোন ফুটবলারের। ক্যাসিয়াস জিতেছেন ৩৩৪ ম্যাচ। তবে ক্যাসিয়াসের পরে হলেও, তার চেয়ে ৬৩ ম্যাচ কম খেলেই এ রেকর্ড গড়েছেন মেসি। রিয়াল মাদ্রিদের হয়ে ৫১০ ম্যাচ খেলে ৩৩৪ ম্যাচে জিতেছিলেন ক্যাসিয়াস। আর মেসির ৩৩৫ ম্যাচ জেতার রেকর্ড গড়তে লেগেছে ৪৪৭ ম্যাচ। দারুণ কীর্তির পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্যাসিয়াস।
×