ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরে ধর্ষণ

চার আসামি রিমান্ডে ॥ আরও একজনের আত্মসমর্পণ

প্রকাশিত: ১০:৩৫, ৮ এপ্রিল ২০১৯

  চার আসামি রিমান্ডে ॥  আরও একজনের  আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৭ এপ্রিল ॥ সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় আরও চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে ২নং আমলি আদালতের বিচারক নবনীতা গুহ আসামি বেচু মাঝিকে ২দিন ও রুবেল, আরমান, রায়হানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে মামলার আরেক আসামি উত্তর বাগ্যার সিরাজ মিয়ার ছেলে ফজলু একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এর আগে গত ৩ এপ্রিল একই আদালতে আসামি আবুল বাশারকে তিন দিন ও ইউসুফ মাঝিকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল জানান, এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে এবং তিনজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। উল্লেখ্য, গত রবিবার রাতে স্থানীয় চরজব্বার বাজার থেকে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ১০-১২জন মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে। পরে তার স্বামীকে এক পাশে আটকে রেখে তাকে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
×