ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধনের আগেই নওগাঁ-রাজশাহী সড়কে ফাটল!

প্রকাশিত: ১০:৩৫, ৮ এপ্রিল ২০১৯

 উদ্বোধনের আগেই  নওগাঁ-রাজশাহী  সড়কে ফাটল!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ এপ্রিল ॥ উদ্বোধনের আগেই নওগাঁ-রাজশাহী মহাসড়কে ফাটল দেখা দিয়েছে। শনিবার দুপুরের একটু বৃষ্টিতে রাস্তায় ফাটল দেখা দিলে ওইদিন সন্ধ্যায় রাস্তার ফাটল ঢাকতে ঠিকাদারের লোকজনকে মাটিচাপা দিতে দেখা গেছে। আজ অবধি ফাটল সংস্কারে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই ফাটল ধরা রাস্তাটির ছবি তুলে বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়েছেন। এলাকাবাসী রাস্তাটি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানা গেছে, নওগাঁ-রাজশাহী রাস্তাটি দুইলেন থেকে চারলেনে নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। তবে নওগাঁ থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ আংশিক শেষ হয়েছে। শনিবার দুপুরের বৃষ্টিতে মান্দা উপজেলার তেঁতুলিয়ার সাবাইহাট থেকে চৌদ্দমাইল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় চার স্থানে ফাটল ধরেছে।
×