ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩৩, ৮ এপ্রিল ২০১৯

 বশেমুরবিপ্রবিতে  শিক্ষকের বিরুদ্ধে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ এপ্রিল ॥ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দু’ ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আক্কাস আলীকে চাকরিচ্যুত ও বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে তারা ভুক্তভোগী ছাত্রীদের এ ধরনের হয়রানির শিকার না হওয়ার নিশ্চয়তা, কার্যদিবস ব্যতীত ছাত্রীদের শিক্ষকের অফিস ছাড়া অন্য কোথাও না ডাকা বা কোন শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি প্রদর্শন না করা বা শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ডিপার্টমেন্টভিত্তিক ছাত্র-সংসদ নির্বাচনের নিশ্চয়তা দাবি করে। সমাবেশে তারা এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সহকারী অধ্যাপক মোঃ আক্কাস আলীকে সাময়িকভাবে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুর রহিম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যগণ আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করবেন এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, শনিবার ওই শিক্ষক কর্তৃক দু’ ছাত্রীকে যৌন-নিপীড়নের একটি অডিও-রেকর্ড ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলপাড় শুরু হয় এবং ক্যাম্পাস জুড়ে চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
×