ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও চাঁদাবাজি ছেড়ে আত্মসমর্পণ করুন ॥ সিইসি

প্রকাশিত: ১০:৩১, ৮ এপ্রিল ২০১৯

 অস্ত্র ও চাঁদাবাজি  ছেড়ে আত্মসমর্পণ  করুন ॥ সিইসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস/ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ সিইসি কেএম নুরুল হুদা পাহাড়ে চাঁদাবাজি ও দুর্বৃত্তপনায় জড়িতদের উদ্দেশ করে বলেছেন, ‘অস্ত্রবাজি, চাঁদাবাজি ছেড়ে আত্মসমর্পণ করুন, না হয় ধ্বংস অনিবার্য।’ তিনি বলেন, হিংসাত্মক সশস্ত্র কর্মকান্ড চালিয়ে বিশ্বের প্রায় সবগুলো বিদ্রোহী গোষ্ঠীর কেউ আইনের হাত থেকে বাঁচতে পারেনি। বাংলাদেশের উত্তরাঞ্চলে এক সময় নকশাল থেকে শুরু করে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের তৎপরতা ছিল। এরাও কেউ বাঁচতে পারেনি। তিনি পার্বত্য চট্টগ্রামে যারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে অবিলম্বে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন। সিইসি রবিবার বাঘাইছড়িতে এসব কথা বলেন। গত ১৮ মার্চ বাঘাইছড়িতে পাহাড়ি দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৭ খুন ও ২৮ গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় হতাহত পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তার অর্থ প্রদান উপলক্ষে রবিবার দুপুরে স্থানীয় পর্যায়ে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। সিইসি বলেন, যারা পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসে, তবে সেদিন আর বেশি দূরে নয় তাদের ধ্বংস অনিবার্য। তাই সন্ত্রাসী জীবন থেকে ফিরে এসে দেশ গঠনে নিজেদের নিয়োজিত করতে তাদের প্রতি তিনি আহ্বান জানান। সিইসি আরও বলেন, ১৮ মার্চ বাঘাইছড়িতে হামলার ঘটনা ন্যাক্কারজনক। হামলাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। মতবিনিময় অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন এবং শেষে ১৮ মার্চের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত প্রতি পরিবারকে নগদ সাড়ে ৫ লাখ টাকা ও আহতদের প্রতিজনকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় হতাহতদের পরিবারের সদস্যদের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও নিহতদের ১ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে সিইসি জানান দেন। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, নির্বাচন কমিশন সচিব হেলার উদ্দিন, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
×