ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় লরির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত

প্রকাশিত: ১০:৩০, ৮ এপ্রিল ২০১৯

 বগুড়ায় লরির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় ট্যাঙ্কলরির ধাক্কায় দুই রিক্সা ভ্যান যাত্রী নিহত এবং এক জন আহত হয়েছে। নিহতরা হলো- ফজলুল হক (৩৫) ও জহুরুল (৩৪)। আহত রাজীবকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় ৩ যাত্রী নিয়ে একটি রিক্সাভ্যান রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় বগুড়া শহরের দিকে আসা একটি ট্যাঙ্কলরি রিক্সাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ২ জন মারা যায়। শেরপুরে চালক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নকলায় একটি ট্যাঙ্কলরি উল্টে ময়না মিয়া (৩২) নামে চালক নিহত হয়েছে। শনিবার রাতে শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া (৩২) শেরপুর শহরের উত্তর নবীনগর এলাকার ফুলমামুদের ছেলে। রবিবার বিকেলে পরিবারের আবেদনক্রমে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শেরপুর শহরের মমিন ফিলিং স্টেশনের একটি ট্যাঙ্কলরি (ঢাকা মেট্রো-ট-৪৪-০১৬১) ভৈরবের মেঘনা ডিপো থেকে তেল পরিবহনের জন্য যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে নকলার গৌড়দ্বার এলাকায় ট্যাঙ্কলরিটির চালক ময়না মিয়া নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ময়না মিয়া মারা যায়। বরিশালে শ্রমিক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকাধীন ছয়মাইল নামক এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত আশিকুর রহমান (১৮) রাজশাহীর গোদাগাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, বরিশালগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোটেম্পুর সংঘর্ষে পিকআপটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছয় শ্রমিক আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আশিকুর রহমান নামের শ্রমিককে মৃত বলে ঘোষণা করে।
×