ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় অগ্নিঝুঁকি ভবন চিহ্নিতকরণ কাজ শুরু

প্রকাশিত: ১০:২৭, ৮ এপ্রিল ২০১৯

 বগুড়ায় অগ্নিঝুঁকি  ভবন চিহ্নিতকরণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় ফায়ার সর্ভিস অগ্নিঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট চিহ্নিত করার কাজ শুরু করেছে। রবিবার শহরের নিউমার্কেট এলাকার দুটি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিস ঝুলিয়ে দেয়া হয়েছে। নিউমাকের্ট শহরের অন্যতম ব্যস্ততম মার্কেট। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব এলাকায় কেনাকাটা করতে আসেন। মার্কেট দুটি হলো- নিউমার্কেটের ভেতরে ছমির উদ্দিন মার্কেট ও শহরের গালাপট্টির মোকাররম হোসেন মার্কেট। ফায়ার সার্ভিস জানিয়েছে- মার্কেট দুটি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা শহরের বহুতল ভবন ও মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। এর প্রেক্ষিতে রবিবার নিউমার্কেট এলাকার ছমির উদ্দিন মার্কেট পরিদর্শন করে দেখতে পান মার্কেটটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। ওয়াকফ সম্পত্তির এই মার্কেটটি ৫ তলার অনুমোদন রয়েছে বলে মোতোওয়াল্লি নওশাদ আহমদ দাবি করলেও সেখানে গিয়ে দেখা গেছে ছয়তলার কাজ চলছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জানান, মাকের্টটির সিঁড়ি খুবই সরু ও বিকল্প সিঁড়ির ব্যবস্থা নেই বললেই চলে। ফায়ার সার্ভিসের পরিদর্শন টিম মার্কেট কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ করেছেন। ৩ শতাধিক দোকানের এই মার্কেটের কয়েক ব্যবসায়ী জানিয়েছেন, তারা অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিতে রয়েছেন।
×