ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছেলে হত্যার বিচার দাবি

প্রকাশিত: ১০:২৪, ৮ এপ্রিল ২০১৯

 ছেলে হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছেলে হত্যার বিচার দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পিতা বাবুল খান। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ছেলে শাকিল খান কবাই শিয়ালঘুনী জেইউএস মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রতিবেশী তামান্না আক্তারের সঙ্গে শাকিলের এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি শাকিল তার প্রেমিকা তামান্নাকে ভালবেসে একটি স্বর্ণের আংটি, একটি মোবাইল সেটসহ বিভিন্ন উপহার দেয়। এসময় তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারে প্রকাশ পায়। এতে তামান্নার বাবা ফিরোজ হাওলাদার শাকিলকে বিভিন্ন সময় মোবাইল ফোনে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। কান্নাজড়িত কণ্ঠে বাবুল খান বলেন, গত ২৩ মার্চ রাত ১০টার দিকে তার ছোট ছেলে বাদশা ও শাকিল ঘরের বারান্দায় টিভি দেখছিল। এ সময় তামান্না ঘর থেকে শাকিলকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১১টার সময় তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফিরে তামান্নাদের বাড়িতে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান। এ সময় তিনি তামান্নাদের ঘরের পাশের একটি জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ছেলে শাকিলের লাশ দেখতে পান। তিনি বলেন, তার ছেলেকে তামান্নার পিতা ফিরোজ হাওলাদার ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে হত্যা করে তামান্নার ওড়না গলায় পেঁচিয়ে লাশ ঘরের পাশের গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। ঘটনার পর থেকে তামান্না ও তার পরিবারের লোকজনে পলাতক রয়েছে।
×