ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা

প্রকাশিত: ১০:২০, ৮ এপ্রিল ২০১৯

 বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে রবিবারও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। অনেক জেলায় বয়ে গেছে কালবৈশাখী ঝড়। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা। বৃষ্টি থামলেই বেরিয়ে আসে সূর্যের তীর্যক রশ্মি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও বেড়েই চলেছে। ফলে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রাজধানীতে শনিবার রাতে প্রচুর বৃষ্টিপাত হলেও দিনের বেলায় ছিল সূর্যের তেজ। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় হয়েছে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩৫ দশমিক ৪ ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। আর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ দশমিক ৩ ও ২০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্রসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি তীব্র ধরনের তাপপ্রবাহ এবং অন্যত্র ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ১৫০ মিলিমিটার, ময়মনসিংহে ১৫২, চট্টগ্রামে ১৪৩ মিমি, সিলেটে ২৯৬ মিমি, রাজশাহীতে ৮২ মিমি, রংপুরে ৯৪ মিমি, খুলনায় ৭৬ মিমি ও বরিশাল বিভাগে ১৩২ মিলিমিটার থাকতে পারে।
×