ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার সম্ভাবনা নাকচ করলেন হানিফ

প্রকাশিত: ১০:১৮, ৮ এপ্রিল ২০১৯

 খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার সম্ভাবনা নাকচ করলেন হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার যে গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে দৃশ্যত নাকচ করে দিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য করে হানিফ বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক কোন বিষয় নয়, এটা তো আইনী বিষয়। তবে তার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, সাধারণত দন্ডপ্রাপ্ত কারও আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখার জন্য, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার (খালেদা জিয়া) তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। আইনের প্রতি শ্রদ্ধাশীলরাই আইনী প্রক্রিয়ায় আসবে উল্লেখ করে হানিফ বলেন, প্যারোল আইনগত বিষয়, রাজনৈতিক নয়। এ সময় বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। সম্প্রতি কারাবন্দী খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও বিদেশে চিকিৎসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন ও নানামুখী আলোচনা চলছে। প্যারোলে মুক্তি নিয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এমন আলোচনাও রয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে থেকেও পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার জামালপুরের এক অনুষ্ঠানে বলেছেন, আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। রবিবার সকালে খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে পারে। দুর্নীতির মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে গতবছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত পহেলা এপ্রিল তাকে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
×