ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল

প্রকাশিত: ০৯:৫০, ৮ এপ্রিল ২০১৯

 খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপীল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুর্টি এ্যাটনি জেনারেল ড. মোঃ বশির উল্লাহ। এর আগে গত ৩১ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপীল বিভাগে পাঠিয়ে দেয়া হয়। চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামানের আদালত এই আদেশ দেন। এর আগে গত ১৯ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৬ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এর পরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।
×