ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিঃস্ব হতে ২১৮ বছর

প্রকাশিত: ০৯:৪৮, ৮ এপ্রিল ২০১৯

 নিঃস্ব হতে ২১৮ বছর

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি প্রতিদিন ৮ কোটি টাকা করে খরচ করেন, তবে তার যাবতীয় অর্থ ফুরোতে কতদিন লাগবে? উত্তর, ২১৮ বছর। অক্সফামের এক গবেষণায় এ হিসাব দেয়া হয়েছে। তার ৭৯ বিলিয়ন ডলারের সম্পদ ফুরোনোর এমনই হিসাব পাওয়া গেছে। ওদিকে বিশ্বের আরেক শীর্ষ ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সোল স্লিমের সময় লাগবে ২২০ বছর। বিনিয়োগ গুরু- এ হারে খরচ করতে থাকলে ১৬৯ বছরে শূন্য হবে তার ব্যাংক এ্যাকাউন্ট। তবে, এসব অদ্ভুত হিসাব বিলিয়নেয়ারের ক্ষেত্রেই করা যায়। আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অক্সফাম জানায়, ২০০৯ সালের মার্চে ৭৯৩ বিলিয়নেয়ারের সংখ্যাটি ২০১৪ সালের মধ্যে ১৬৪৫ জনে দাঁড়ায়। বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫ দশমিক ৩ শতাংশ পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন। বিলিয়নেয়ারদের এই বিপুল পরিমাণ অর্থের কোন শেষ নেই। বিশ্বের নামকরা ৮৫ ধনীর সম্পদের পরিমাণ যত এই ধরণীর অর্ধেক দরিদ্র মানুষের মোট সম্পদের পরিমাণ তত। কিন্তু তাদের যত অর্থই থাক না কেন, কেউই এই অর্থ অকাজে ওড়াতে চান না। তারা বহু কাজের কাজও করেন। বিভিন্ন চ্যারিটি এবং মানবকল্যাণে বিপুল পরিমাণ অর্থও প্রদান করেন বহু বিলিয়নেয়ার। -গার্ডিয়ান
×