ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসমান শহরে বাড়ি!

প্রকাশিত: ০৯:৪৮, ৮ এপ্রিল ২০১৯

 ভাসমান শহরে  বাড়ি!

আগামীদিনে মেট্রোপলিস নয়; আসছে এ্যাকোয়াপলিশের ভাবনা। একে বাস্তব রূপ দিতে পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। ভাসমান এই শহরে বাস করতে পারবেন ১০ হাজার মানুষ। আর সাসটেন্যাবিলিটির দিক থেকেও কোন চিন্তা থাকবে না। এই ভাসমান শহরের লেআউট তৈরি করেছে আর্কিটেকচার ফার্ম BIG এবং MIT সেন্টার ফর ওশান ইঞ্জিনিয়ারিং। ক্রমে বাড়ছে সমুদ্রের জলস্তর। সে সমস্যা থেকে মানুষকে বাঁচাতেই এই পরীক্ষা করা হয়েছে। এই নতুন শহর সম্পূর্ণভাবে ঝড়ের কবল থেকে রক্ষিত এবং এখানে কখনও কোনদিন বন্যাও হবে না। এই ভাবনা যদি ভবিষ্যতে বাস্তবে পরিণত হয় তাহলে এই শহরের বাসিন্দার নিজেরাই নিজেদের শস্য তৈরি করতে পারবেন, পারবেন বিদ্যুত তৈরি করতেও। সেই সঙ্গে সমুদ্রের সঙ্গে তৈরি হবে সখ্য। -আইএফএল সায়েন্স
×