ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসকে ট্রিমের ১ কোটি ৮৮ লাখ শেয়ার লক ফ্রি হচ্ছে ১২ এপ্রিল

প্রকাশিত: ০৯:২১, ৮ এপ্রিল ২০১৯

  এসকে ট্রিমের ১ কোটি ৮৮ লাখ শেয়ার লক ফ্রি হচ্ছে ১২ এপ্রিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাইভেটে প্লেসমেন্টে ইস্যুকৃত ১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৭০০টি শেয়ার আগামী ১২ এপ্রিল বিক্রয়যোগ্য (লক ফ্রি) হবে। জানা গেছে, কোম্পানিটির আইপিও পূর্ব ৪ কোটি শেয়ার ছিল। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে ২ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩০০টি শেয়ার। যেগুলো ৩ বছর লক ইন থাকবে। অর্থাৎ ২০২১ সালের ১২ এপ্রিল বিক্রয়যোগ্য হবে। বাকি ১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৭০০টি প্লেসমেন্ট শেয়ারে ১ বছর বা ১১ এপ্রিল পর্যন্ত লক ইন থাকবে। যেগুলো ১২ এপ্রিল থেকে বিক্রয় করা যাবে। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার, আইপিও অনুমোদনের সময় ১০ শতাংশের বেশি শেয়ার ধারণকারী এবং উদ্যোক্তা/পরিচালকদের থেকে হস্তান্তরকৃত শেয়ারে ৩ বছর লক ইন থাকে। আর আইপিও অনুমোদনকালীন বাকি শেয়ারে ১ বছর লক ইন থাকে। যা কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর বা পত্রিকায় সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশের দিন থেকে হিসাবযোগ্য।
×