ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপুল বিজয়

প্রকাশিত: ০৯:০৩, ৮ এপ্রিল ২০১৯

 মালদ্বীপে নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপুল বিজয়

মালদ্বীপে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর দল বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে। প্রাথমিক ফলে মনে হচ্ছে, দেশটিতে ক্ষমতাসীন ‘দি মালদিভিয়ান ডেমোক্র্যেটিক পার্টি বা (এমডিপি) মোট ৮৭ আসনের মধ্যে অন্তত ৬০টিতে জিততে পারে। খবর দ্য মালদিভিয়ান ইন্ডিপেনডেন্ট ও বিবিসি অনলাইনের। এই নির্বাচনে এমডিপি জিতলে দলটির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নির্বাসনে থাকার আদেশ প্রত্যাহারের বিষয়টি জোরদার হতে পারে। রবিবার এমডিপির দাফতরিক টুইটার এ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে দলটির সমর্থকদের পরস্পরের সঙ্গে কোলাকুলি ও নাচতে দেখা গেছে। জয় উদযাপন করতে শনিবার রাতেই শত শত সমর্থক রাজধানী মালেতে জড়ো হয়ে বিজয় উৎসব করেছে। শনিবার রাতে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেন, মালদ্বীপের নাগরিকদের মৌলিকসেবা সমূহ নিশ্চিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালীকরণ ও দুর্নীতি রোধে তার সরকার কাজ করবে। তিনি বলেন, আমাদের জোটের অনেকেই নির্বাচনে লড়ে ভাল ফল করতে পারেননি। তবে কথা দিচ্ছি তারাও আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ঐক্য অটুট থাকবে। নির্বাচনের এই ফল মালদ্বীপের গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান নাশিদ। ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারে তার দল বিচার ব্যবস্থার সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতার পৃষ্ঠপোষকতা করা ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের শাসনকালে ২০১৬ সালে বিতর্কিতভাবে নাশিদকে দণ্ড দিয়ে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। গতবছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক সহযোগী সোলিহ অপ্রত্যাশীতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নাশিদ দেশে ফিরেন। পার্লামেন্ট নির্বাচনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেলে এমডিপি ক্ষমতা সংহত করতে পারবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করতে পারবে।
×