ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় ইস্টার এগ

প্রকাশিত: ০৯:০১, ৮ এপ্রিল ২০১৯

 সবচেয়ে বড় ইস্টার এগ

বিশ্বের সবচেয়ে বড় ইস্টার এগ তৈরি করেছে ব্রাজিল। ডিমটির উচ্চতা ৫০ ফুট। ব্রাজিলের পর্যটন শহর খ্যাত পমেরোডে এটি স্থাপন করা হয়েছে। একটি স্টিলের কাঠামোর ওপর ফোম ও রেসিন দিয়ে ডিমটি তৈরি করা হয়েছে। গিনেস বুক কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে বড় ইস্টার এগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পমেরোড শহরের প্রখ্যাত চারুশিল্পী সিলভানা পুজল এটি তৈরি করেছেন। আগামী মাস পর্যন্ত ডিমটির প্রদর্শনী চলবে। -ইউপিআই
×