ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃণমূলের নেতৃত্বে দিল্লীতে সরকার হবে ॥ মমতা

প্রকাশিত: ০৯:০১, ৮ এপ্রিল ২০১৯

 তৃণমূলের নেতৃত্বে দিল্লীতে সরকার  হবে ॥ মমতা

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, এবার তৃণমূলের নেতৃত্বে সরকার হবে। বাংলাই ভারত গড়বে। মমতার দল তাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দিন দুয়েক আগে মমতা এক জনসভায় বলেন, এবার কেন্দ্রে সরকার গড়তে বাংলাই পথ দেখাবে। আরও একধাপ এগিয়ে শনিবার আলিপুর দুয়ারের হাসিমারার এক বিশাল জনসভায় মমতা স্পষ্ট করে দেন যে এবার তৃণমূলের নেতৃত্বে সরকার হবে। সেই সরকার গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলা। তার এই বক্তব্যের যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে দেশটির বিশ্লেষকরা মনে করছেন। ভারতের আঞ্চলিক দলগুলির শক্তিবৃদ্ধি করে বিজেপি বিরোধী জোট-গঠনের ক্ষেত্রে মমতাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। তার আহ্বানেই কলকাতার ব্রিগেডে দেশের সব আঞ্চলিক দলের শীর্ষ নেতারা জমায়েত হন। এমনকি, কংগ্রেসের তরফ থেকেও প্রতিনিধি আসেন মমতার সেই ‘সংযুক্ত ভারতে’র মঞ্চে। -আনন্দবাজার পত্রিকা
×