ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

প্রকাশিত: ১৩:২০, ৭ এপ্রিল ২০১৯

  ইরানে বন্যায়  মৃতের সংখ্যা বেড়ে ৭০

জনকণ্ঠ ডেস্ক ॥ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানজুড়ে দেখা দেয়া বন্যায় মৃতের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে। কয়েকটি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে ফের ভারি বৃষ্টিপাত হতে পারে। ওই এলাকার প্রধান নদীর বাঁধগুলো বিপজ্জনকভাবে পূর্ণ হয়ে ওঠায় সেখান থেকে পানি ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নারী ও শিশুদের অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে। পুরুষদের এলাকায় অবস্থান করে ত্রাণ উদ্যোগে সহায়তা করতে বলা হয়েছে। ৫০ হাজার বাসিন্দার শহর সুসানগড় ঝুঁকিতে থাকায় এর বাসিন্দাদের শনিবারের মধ্যে সরিয়ে নেয়ার কথা বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি খুজেস্তান প্রদেশের আরও পাঁচটি এলাকার বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হচ্ছে। গেল সপ্তাহগুলোতে প্রদেশটির প্রায় ৭০টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ১৯ মার্চ থেকে শুরু হওয়া অতি ভারি বৃষ্টিপাতে এক হাজার ৯০০টি শহর, উপশহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার সড়ক, সেতু ও ভবন ধ্বংস হয়েছে।
×