ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায়

প্রকাশিত: ১৩:০০, ৭ এপ্রিল ২০১৯

 ব্রিটিশ মন্ত্রী মার্ক  ফিল্ড ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকায় পৌঁছে তিনি টুইটে জানান, নির্বিঘেœ ঢাকায় পৌঁছতে পেরেছি এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে দেখা করেছি। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান বলে জানা গেছে। যুক্তরাজ্য হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েই তার এ সফর। সফরকালে তিনি ঢাকা-লন্ডন সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করবেন। এছাড়া সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও উচ্চশিক্ষার ওপর গুরুত্ব দেবেন বলে জানা গেছে। শনিবার সারাদিনই মার্ক ফিল্ড ব্যস্ত সময় কাটান বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এদিকে, ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিষয়ে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে ক্রিকেট দলের সঙ্গেও বৈঠক করবেন মার্ক ফিল্ড।
×