ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল ॥ পাঞ্জাবকে হারাল চেন্নাই

প্রকাশিত: ১২:০০, ৭ এপ্রিল ২০১৯

 আইপিএল ॥ পাঞ্জাবকে হারাল চেন্নাই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২২ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এম চিদম্বরম স্টেডিয়ামে ফ্যাফ ডুপ্লেসিসের দারুণ ব্যাটিংয়ে (৩৮ বলে ৫৪) নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে চেন্নাই। ধুন্ধুমার টি২০তে এই স্কোর মোটেই আহামরি নয়। কিন্তু ক্যাপ্টেন কুল ধোনির বিচক্ষণ নেতৃত্ব আর বোলারদের চমৎকার নৈপুণ্যে ঠিকই জয় তুলে নেয় চেন্নাই। ৫ উইকেটে ১৩৮ রানে থামে রবিচন্দ্রন অশ্বিনদের ইনিংস। বিফলে যায় লোকেশ রাহুল (৪৭ বলে ৫৫) ও সরফরাজ খানের (৫৯ বলে ৬৭) জোড়া হাফ সেঞ্চুরি। ৭ বলে ৫ রান করে হরভজন সিংয়ের শিকারে পরিণত হন ক্রিস গেইল। দুটি করে উইকেট নেন হরভজন ও স্কট কুগেলিন। শুরুটা তেমন খারাপ ছিল না টস জিতে ব্যাট করতে নামা চেন্নাইর। যদিও টি২০’র মারকাটারি ব্যাটিং দেখা যায়নি। শেন ওয়াটসন আর ডুপ্লেসিস ৪৪ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৫৬ রান। ২৪ বলে ২৬ রান করে ওয়াটসন ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর সুরেশ রায়নাকে নিয়ে দলকে এগিয়ে নেন ডুপ্লেসিস। তবে ১৪তম ওভারে এসে টানা দুই বলে সেট দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ অধিনায়ক অশ্বিন। ৩৮ বলে ২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৫৪ রান করা ডুপ্লেসিস ফেরেন ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে। ২০ বলে ১৭ রান করা রায়না হন বোল্ড। চেন্নাইয়ের রান তখন ১০০, ইনিংসের ৩৮ বল বাকি। মনে হচ্ছিল দেড় শ’র আগেই থেমে যাবে চেন্নাইয়ের ইনিংস। শেষটায় এসে দলকে বাঁচিয়েছেন ধোনি। চতুর্থ উইকেটে আম্বাতি রাইডুর সঙ্গে ৩৮ বলে ৬০ রানের ঝড়ো এক জুটি গড়েন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান, যেখানে রাইডুর অবদান মাত্র ২১ রান (১৫ বলে)। শেষ পর্যন্ত ২৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি। রাইডুর ২১ রানের ইনিংসে ছিল একটি করে চার-ছক্কার মার। পাঞ্জাবের হয়ে ২৩ রান খরচায় ৩টি উইকেটই নেন অধিনায়ক অশ্বিন। পাঞ্জাব এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। হার্দাস ভিলজয়েন আর মুজিব উর রহমানের জায়গায় সুযোগ পান গেইল ও এ্যান্ড্রু টাই। চেন্নাই স্কোয়াডে ছিল তিন পরিবর্তন। আইপিএল অভিষেক হয় কুগেলিনের, ফেরেন হরভজন আর মৌসুমের প্রথম ম্যাচ খেলেন ডুপ্লেসিস। বাদ পড়েন মোহিত শর্মা, শার্দুল ঠাকুর ও চোটে পড়া ডোয়াইন ব্রাভো।
×