ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেইমারের ইসরাইল যাত্রায় সমালোচনার ঝড়

প্রকাশিত: ১১:৫৯, ৭ এপ্রিল ২০১৯

 নেইমারের ইসরাইল যাত্রায় সমালোচনার ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি না গেলেও ইসরাইল সফরে যাচ্ছেন নেইমার। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে এমনটাই জানিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নেইমারের ইসরাইল যাওয়ার সিদ্ধান্ত কেউ ভালভাবে নেননি। কেবল তাই নয়, ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের ফুটবল ভক্ত, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ ও নেইমারের ভক্ত-সমর্থকরা। কিছুদিন আগে ইসরাইল সফরে যান ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। গত সপ্তাহে তাকে নিয়ে জেরুজালেমের পশ্চিম প্রান্তে অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দেয়ালে (ওয়েস্টার্ন ওয়াল) প্রার্থনায় অংশ নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে প্রার্থনা শেষে এক ভিডিও বার্তায় নেইমার ও দুইবারের সার্ফিং চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনাকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান নেতানিয়াহু। সেই আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই ইসরাইল সফরে যাওয়ার কথা জানান নেইমার। পিএসজি তারকার এমন সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে ক্ষোভ জানিয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। নেইমারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ জানাচ্ছেন ব্রাজিলের সাধারণ মানুষ। এক ব্রাজিলিয়ান টুইটারে লিখেছেন, ‘নেইমারের কোন ধারণাই নেই তিনি কি করতে চলেছেন। তিনি এমন একজন ইসরাইলপন্থী ব্যক্তিকে (ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট) সমর্থন করছেন যিনি একজন দুর্নীতিবাজ ও খুনী নেতানিয়াহুর পক্ষে কাজ করছেন।’ আরেকজন টুইটারে লিখেছেন, ‘নেইমার আর মেদিনা শেষ পর্যন্ত অন্যায়ের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করলেন।’
×