ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্রুত সুস্থ হওয়ার চেষ্টায় রিয়াদ

প্রকাশিত: ১১:৫৭, ৭ এপ্রিল ২০১৯

দ্রুত সুস্থ হওয়ার চেষ্টায় রিয়াদ

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ১৫ দিনের বিশ্রামে মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু এর আগেই ব্যাটিং করতে শুরু করে দিয়েছেন তিনি। শনিবার বিসিবি একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেন রিয়াদ। তাতে রিয়াদকে নিয়ে যে তিনজাতি সিরিজ কিংবা বিশ্বকাপে খেলার বিষয়ে সংশয় দেখা দিয়েছিল তা যেন দূর হয়ে যেতে শুরু করে। দ্রুত ফিট হতে চাচ্ছেন রিয়াদ। ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় দুই মাস। রিয়াদ যে কাঁধে চোট পেয়েছেন তা গুরুতরও। চোটটি ‘গ্রেড-থ্রি টিয়ার’। তার মানে রিয়াদের বিশ্রামে থাকা খুব জরুরী। এমন ব্যথায় যদি কোনভাবে স্বস্তি খুঁজে না পাওয়া যায় তাহলে অস্ত্রোপচারও করাতে হতে পারে। এ জন্য ছয় মাস মাঠের বাইরেও থাকা লাগতে পারে। রিয়াদ যেভাবে শনিবার ব্যাটিং করতে শুরু করে দিলেন তাতে বোঝাই যাচ্ছে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় তিনজাতি সিরিজ কিংবা বিশ্বকাপ নিয়ে রিয়াদের কতটা ভাবনা আছে। এর আগেই ফিট হতে চান রিয়াদ। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় তিনজাতি সিরিজ শুরু হতে খুব বেশি সময় নেই। এক মাস বাকি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পাওয়া রিয়াদের তিনজাতি সিরিজে খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। শুরুতে দুই সপ্তাহের বিশ্রামে থাকার কথা ছিল রিয়াদের। এই সময়ের মধ্যে কিছুই করতে পারবেন না। তাই জানা গিয়েছিল। দুই সপ্তাহ পর তাকে চিকিৎসকরা দেখবেন। বুঝবেন তার অবস্থা। এরপর রিয়াদ ধীরে ধীরে ব্যাট হাতে নিতে পারবেন। সবমিলিয়ে তিন সপ্তাহ বা এক মাসের সময় লাগবে। এমনই ছিল হিসেব। কিন্তু রিয়াদ নাছড় বান্দা। তিনি তিনজাতি সিরিজ খেলবেন না। বিশ্বকাপ খেলা নিয়ে তার শঙ্কা থাকবে। তা যেন মেনেই নিতে পারেননি। আর তাই দ্রুতই ব্যাট হাতে নেমে গেলেন। বিশ্বকাপের দল ঘোষণা হবে ১৮ এপ্রিল। এই দলে যে রিয়াদ থাকবেন তা তো নিশ্চিতই। ২২ এপ্রিল থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি। প্রস্তুতিতে হয়তো রিয়াদ পুরোদমে দলের সঙ্গে নাও থাকতে পারেন। আবার ব্যাট করতে গিয়ে এখনও ব্যথা হচ্ছে। সেই ব্যথা যদি ৭ মে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে যে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে, সেই ম্যাচের আগে ঠিক না হয় তাহলে হয়তো তিনজাতি সিরিজ খেলা হবে না। তবে রিয়াদ যে তিনজাতি সিরিজেও খেলতে ভীষণ উদগ্রীব তা তো বোঝাই যাচ্ছে। ৫ মে থেকে শুরু হবে তিনজাতি সিরিজ। তিনজাতি সিরিজে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে, ১৩ ও ১৫ মে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি ব্যথা না যায় তাহলে রিয়াদের তিনজাতি সিরিজ নাও খেলা হতে পারে। তবে বিশ্বকাপ খেলা যে হবে তা বোঝাই যাচ্ছে। গত কয়েকদিন রানিং-জিম করেছেন রিয়াদ। তবে ব্যাট হাতে নেননি। শনিবার ব্যাট হাতেও নিলেন। প্রায় ৪০ মিনিট সোজা ব্যাট করলেন। নিউজিল্যান্ড সফর শেষে ২১ দিন পর ব্যাট হাতে নিলেন। বিসিবির চিকিৎসকদের পরামর্শেই রিয়াদ ব্যাটিং করেছেন। ব্যাট করার সময় রিয়াদের কি অবস্থা হয় তা দেখাই ছিল আসল কাজ। কিছু শটে ব্যথা হয় না। আবার কিছু শটে ব্যথা হয়। সোজা শটে রিয়াদের কোন ব্যথা অনুভূত হয়নি। এছাড়া অন্য শট খেলতে গেলেই ব্যথা অনুভূত হয়েছে। তাই সোজা শটেই খেলতে বলা হয়েছে। ব্যাটিং করলে আত্মবিশ্বাসটাও যে বেড়ে থাকবে।
×